ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট

ঢাকা: ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
 
ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫৮তম বার্ষিকী উপলক্ষে শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।


 
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ১৯৫৭ সালে মজলুম জননেতা মওলানা ভাসানীর আহ্বানে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন ছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাংলার মানুষের অধিকার আদায়ের প্রথম স্বাধীনতার ডাক।
 
তিনি বলেন, কাগমারী সম্মেলন হলো বাংলাদেশের স্বাধীকার ও বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। মওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছেন। এরমধ্যে তার অবিস্মরণীয় কীর্তি হচ্ছে ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলন।
 
ঢাকা মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন- কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম. এম. আমিনুর রহমান, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর ন্যাপের সহ-সভাপতি মো. শাহ আলম, জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।