ঢাকা: নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্বপাশে মসজিদ গলির মুখে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের শব্দ পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও পালন করে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা ফেব্রুয়ারি ০৭, ২০১৫