সিলেট: দেশব্যাপী ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও সিলেটে ছাত্রদলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিন ঢিলেঢালাভাবে কেটেছে।
তবে হরতালের সমথর্নে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করেছে ছাত্রদল ও জামায়াত-শিবির।
জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর আম্বরখানায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এসময় আম্বরখানা ও আশপাশের এলাকায় ট্রাক, প্রাইভেটকার, টমটমসহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করে তারা।
মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিবিরকর্মীরা পালিয়ে যায়।
এর আগে, দুপুরের দিকে নগরীর সুবহানীঘাটে মিছিল বের করলে দুই শিবির কর্মী এবং মদীনামার্কেট এলাকায় মিছিল থেকে এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, বিচ্ছিন্ন দু’একটি ভাঙচুরের ঘটনা ছাড়া নগরীতে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে, নাশকতারোধে সবস্থানে পুলিশ মোতায়েন ছিল বলে জানান তিনি।
এদিকে, অবরোধ ও হরতাল চলাকালে সিলেট নগরীর দোকানপাট খোলা ছিল। নগরী ও আঞ্চিলক সড়কগুলোতে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। তাছাড়া, সিলেট থেকে ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫