ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা পরিষদ।
শনিবার (ফেব্রুয়ারি ০৭) সন্ধ্যায় বিএমএ মিলনায়তনে হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে জাতীয় কনভেনশনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক নৌ-মন্ত্রী শাহজাহান খান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু জঙ্গিদের জন্য কোন গণতন্ত্র নেই। মানুষ হত্যাকারীদের জন্য গণতন্ত্র থাকতে পারে না। বিএনপি শুধু হত্যাকাণ্ড বোঝে গণতন্ত্র বোঝে না। খালেদা জিয়া মানুষ হত্যাকারী, গণতন্ত্রকামী নয়।
সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদোজা চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশে গৃহযুদ্ধের স্বপ্ন দেখছেন তিনি, দেখতে থাকেন। তার বাবা আওয়ামী লীগ করতো। এমন কুলাঙ্গার পুত্রের সমালোচনা করার ইচ্ছা আমার নেই।
শাহজাহান খান বলেন, ২০ দলীয় জোট এ পর্যন্ত ৭০ জন মানুষকে হত্যা করেছে যার মধ্যে ২৭ জন হচ্ছে গাড়ির চালক ও হেলপার।
৯ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ও ১০ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১১ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগে সমাবেশ ও মিছিলের পর খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাত্রা, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন, ১৬ ফেব্রুয়ারি গুলশানে সমাবেশ ও জিয়ার কার্যালয় অভিমুখে যাত্রা, সকল জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ, ১৮ ফেব্রুয়ারি শাপলা চত্বরে জমায়েত ও পতাকা মিছিল, মুক্তিযোদ্ধা সংসদের ট্রাক মিছিল সহকারে ঢাকা প্রদক্ষিণ।
কনভেনশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা,মহাসচিব আলাউদ্দিন মিয়া, নারী নেত্রী সেলিমা আক্তার, লিমা ফেরদৌস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫