ঢাকা: অনির্দিষ্টকালের অবরোধ ও রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্রদল।
সন্ধ্যায় বিএনপির ছাত্রসংগঠনটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে পরীবাগে একটি মিছিল হয়েছে। এতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার নাসির, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট সভাপতি কেএম মুসাব্বির শাফি, ঢাবির নেতা সর্দার আমিরুল ইসলাম, মামুন খান, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, তুহিন সরকার, করিম প্রধান রনি, সূর্যসেন হলের বাবুল, মাহমুদ, রুমী, মাহফুজ, এফ রহমান হলের এম এ হাসান, জহুরুল হক হলের সাইফুল ইসলাম, মোহসীন, শরীফ মাদমুদ, অমর একুশে হলের রাফিউল মুরসালীন খান লিয়ন, আবদুল্লাহ আল আকিল, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, হিমেল ভূইয়া, রায়হান, রাকিব, মুরাদ, ঢাকা কলেজের যোগাযোগ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, কামাল হোসেন অহন, শাহীনুর রহমান শাহীন, মিনহাজুল আবেদীল নান্নু, আহসানুল কবির জুয়েল, বনি ইয়ামিন সোহাগ, ডিএইচ রাসেল, মোহাম্মদপুর থানার যুগ্ম-আহবায়ক শামীম ইকবাল খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফয়সাল আহমেদ সোহেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনির হোসেন, লোকমান, ফয়সাল, রাজসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন ও ঢাবি নেতা আল মেহেদী তালুকদার নেতৃত্বে ঢাবির শহীদুল্লাহ হলের সামনে থেকে দোয়েল চত্বর পর্যন্ত মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রনেতা বাপ্পু সরকার, সুব্রত দাস, মাসুম আহমেদ বাবু, মুজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম ভুইয়া বাবু, আকতার হোসেন, মারুফ এলাহী রনি, ত্রিবিজয় চাকমা, জুয়েল হোসেন, সাদাত নাসির শুভ, হাসানুর রাহমান, শামিম আহমেদ, শফিকুল ইসলাম, আনিসুর রহমান অনিক, নাসির উদ্দিন শাওন, আফজাল শরিফ, রোমান পাঠান, রনি নাথ, শিমন কুমার দে, আব্দুল্লাহ, ঢাকা কলেজ ছাত্রনেতা সোহরাব হোসেন, রিয়াদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা আরিফুল ইসলাম রবিন ,সারাফাত হোসেন জিকুসহ অনেকে।
এছাড়া, শাহবাগের শিশু পার্কের সামনেও মিছিল হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ঢাবি ছাত্রনেতা মো. ঝলক মিয়া ও মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এতে অংশ নেন ঢাকা কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক মশিউর রহমান শামিম, হাকিম, মাহবুব, সুফিয়ান, মহসিন, সজিব, হান্নান, ইমন, ইশতিয়াকসহ অনেকে।
পৃথক এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নয়ন বাছেরকে গ্রেফতার করে গুলি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি মোস্তাককে গ্রেফতারের নিন্দাও জানানো হয় ওই বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫