ঢাকা: রাজধানীর মৌচাক মার্কেট এলাকা থেকে গানপাউডার, বোমা তৈরীর উপকরসহ দুলাল চন্দ্র শীল ওরফে বুলু (৩২) নামের যুবদল নেতাকে আটক করেছে রমনা থানা পুলিশ।
বুলু রমনা থানার ৫৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মৌচাকের একটি রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় বুলুকে ১কেজি গানপাউডার, বোমা তৈরীর উপকরণসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো বলেন, বুলুর বিরুদ্ধে এলাকায় নাশকতা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাকে পুলিশ আটকের জন্য খুঁজছিল।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫