ঢাকা: রাজধানীর শাহবাগের ছবিরহাটে ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজহারুল ইসলাম (২১), পথচারী মো. জসিম (২৫), আওয়াল হোসেন (৩৫), রেন্টু (৩২) ও রবিউল ইসলাম (৩০)।
তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহবাগে ছবির হাটে পিঠা উৎসব চলছিল। সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরিত হলে আমিসহ আরও কয়েকজন আহত হই।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাজধানীর বকশিরাজারে একটি ভাতের হোটেলে ককটেল বিস্ফোরণে রাজিব হোসেন (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
** রায়েরবাগে যাত্রীবাহী বাসে আগুন
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫