লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে নাশকতা বিরোধী সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়ছেন। সংঘর্ষের ফলে সমাবেশ পণ্ড হয়ে যায়।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, হরতাল-অবরোধে নামে পেট্রল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা শরিফ ও জিসাদসহ ৬ জন আহত হয়েছে।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, সমাবেশস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫