ঢাকা: ৮ ফেব্রুয়ারি রোববার কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ছাত্রলীগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি।
আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর (উ.) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক রানা, মহানগর (দ.) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আনিস-উজ-জামান রানা, জ.বি শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিনা আক্তার শিউলীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫