ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের আগের রাতে রাজধানীতে ২ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
হরতালের আগের রাতে রাজধানীতে ২ বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: টানা অবরোধের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে রাজধানীর তেজগাঁও ও রায়েরবাগে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

এরমধ্যে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের রাস্তায় স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকরা।



শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর রায়েরবাগে ঢাকা-মতলবগামী যাত্রীবাহী একটি মিনিবাসে (ঢাকা মেট্রো-জ-১৪-০১৪৪) আগুন দেয় হরতাল-অবরোধকারীরা।

আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিয়ে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

** চোরাগোপ্তা হামলায় সব অচলের কৌশল!
** শাহবাগে ককটেল বিস্ফোরণে আহত ৫
** রায়েরবাগে যাত্রীবাহী বাসে আগুন
** তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে বাসে আগুন

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।