ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার কাছে মাথা নত নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
খালেদা জিয়ার কাছে মাথা নত নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: যতই মানুষ খুন করা হউক না কেন, যতই দাবি করুক না কেন, খালেদা জিয়ার কাছে মাথা নত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ১৪দলের উদ্যোগে আয়োজিত নাশকতা ও সন্ত্রাস বিরোধী জনসভায় তিনি এ মন্তব্য কথা বলেন।



নাসিম বলেন, ২০১৯ সালের আগে নির্বাচন এবং কোনো সংলাপও হবে না। খালেদা জিয়া আপনি এখন নির্বাচনের কথা ভুলে যান। আগামী চার বছরে দল গোছান এবং আপনার ‘বেয়াদব’ ছেলেকে সামলান। ২০১৯ সালে খেলা হবে এবং সেই খেলায় আমরা জিতব।

মন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে এখন মার্শাল ল’ থাকত। জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে নির্বাচন করেছিলেন বিধায় আজ দেশে গণতন্ত্র আছে। সবাই কথা বলতে পারছেন। যার কারণে এখন দেশে মার্শাল ল’ নেই।

তিনি বলেন, জামায়াতের কথা শুনে আপনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশগ্রহণ করেননি। আপনি কেন নির্বাচনে আসলেন না? আপনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। আপনি নির্বাচনে না এসে এখন জ্বালাও-পোড়াও করে মানুষ খুন করছেন। যাত্রীবাহী বাসে কাপুরুষের মত আগুন দিয়ে ৮ জনকে হত্যা করেছেন। কি অপরাধ ছিল তাদের? তারা তো কোনো রাজনৈতিক দলের কর্মী নন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া আপনি আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন, আপনার ধারণা ভুল। আওয়ামী লীগ ভয় পায় না, আ’লীগ আন্দোলনের দল। আপনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন। মনে রাখবেন, বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না। কয়েক দিনের মধ্যে আপনার কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনাকে বুঝিয়ে দিবো।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, গুণ্ডা ও খুনিদের যারা শায়েস্তা করতে পারবেন তারা থাকবেন, অন্যথায় থাকতে পারবেন না। ১৪দলের লোকেরা যেভাবে বলবে সেভাবে অপরাধিদের শায়েস্তা করবেন।

জনসভায় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপি, রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মইন উদ্দিন বাদল এমপি, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।