বগুড়া: বগুড়া জেলা সদর ও শাজাহানপুর উপজেলায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পৃথক ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুই চালক, এক সহকারী ও যাত্রীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ৯ টার দিকে জেলা সদরের গোদারপাড়ায় এবং রাত সাড়ে ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর সড়কের রুপিহার এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রাক চালক মিজান (২৬) ও মোস্তফা, মোস্তফার সহকারী (হেলপার) হাসিফ উদ্দিন (২৩), যাত্রী ওয়াজেদ মোল্লা (৩০) ও জাহাঙ্গীর(২৮)। এদের মধ্যে দুই ট্রাক চালক ও সহকারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
ট্রাক মালিক আব্দুল জলিল বাংলানিউজকে জানান, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাচিয়া উপজেলাধীন বাবলুর পেপার মিল থেকে খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৪৮৫৫) নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন তিনি। পথে রাত ৯টার দিকে গোদারপাড়া এলাকায় পৌঁছলে দুর্বত্তরা তাকে বেধরক পিটিয়ে আহত করেন। পরে ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নাটোরের দিকে থেকে খালি একটি ট্রাক (পটুয়াখালী-ট-০০০৬) দুইজন যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিলো। রাত সাড়ে ৮ টার দিকে ট্রাকটি উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারেন। এতে ট্রাকে আগুন ধরে যায়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, নাশকতাকারীদের ধরতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/আপডেটেড : ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫
** চোরাগোপ্তা হামলায় সব অচলের কৌশল!