বরগুনা: হরতালে নাশকতার আশঙ্কায় বরগুনা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইফতেখার হাসান ফরিদসহ এক শিবির কর্মীকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার জন্য বরগুনা শহরের উপকন্ঠে কেওড়াবুনিয়া যাওয়ার সময় পথে বরগুনা জেলা ছাত্র শিবির সভাপতি ইফতেখার হাসান ফরিদ ও শিবিরকর্মী খায়রুল বাশারকে আটক করা হয়। আটকের পর ফরিদ পুলিশের কাছে তার পরিচয় গোপন রাখার চেষ্টা করলেও ধরা পড়ে যায়।
বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে ওই দুই শিবির নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫