ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ককটেল ও পেট্রোল বোমাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বগুড়ায় ককটেল ও পেট্রোল বোমাসহ আটক ৩ প্রতীকী

বগুড়া: বগুড়ায় ককটেল ও পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি নিবন্ধনহীন বাজাজ প্লাটিনাম মোটরসাইকেলও জব্দ করা হয়।



শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার দেওলী এলাকার মিজানুর রহমানের ছেলে সদর থানা শিবিরের সভাপতি মশিউর রহমান (২৪), একই এলাকার আশরাফ আলীর ছেলে শিবিরকর্মী রাজু আহম্মেদ (২৪) এবং একই উপজেলার মোকামতলা এলাকার বুলু মিয়ার ছেলে শিবির কর্মী ইউসুফ (২৩)।

গাজিউর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকী, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও উপ-শহর ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলামসহ একদল পুলিশ বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপপগাড়ী এলাকার ট্যাংক ব্রিজের কাছে দায়িত্ব পালন করার সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের পথরোধ করেন। এ সময় তাদের হেফাজতে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ১২টি তাজা ককটেল, ২টি পেট্রোল বোমা ও ৪টি শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, শিবগঞ্জের মোকামতলা থেকে জেলা সদরের চারমাথা এলাকায় দুইজন শিবির নেতার কাছে বিস্ফোরক পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন তারা। রাতে বিভিন্ন যানবাহনে নাশকতার পরিকল্পনা ছিল বলেও স্বীকার করেন আটককৃতরা।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।