ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় আ’লীগের কাউন্সিল

মনসুর সভাপতি, নজরুল সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মনসুর সভাপতি, নজরুল সম্পাদক মনসুর আহম্মেদক ও নজরুল ইসলামক

সাতক্ষীরা: মনসুর আহম্মেদকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের ২য় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।



এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

জেলা পরিষদ প্রশাসক মনসুর আহম্মেদ জেলা আওয়ামী লীগের আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

এদিকে, একই সঙ্গে জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য করা হয়েছে বলে কাউন্সিলে ঘোষণা দেন মাহবুব-উল-আলম হানিফ।

অপরদিকে, কাউন্সিলকে ঘিরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক দলীয় নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে এসে যোগ দেন কাউন্সিল অধিবেশনে। কাউন্সিলকে ঘিরে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা।

এর আগে কাউন্সিলের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, বেগম রিফাত আমীন এমপি প্রমুখ

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।