ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীর রেলস্টেশন-মণিচত্বরে ককটেল, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
রাজশাহীর রেলস্টেশন-মণিচত্বরে ককটেল, আহত ৩ প্রতীকী

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে ও সাহেব বাজার মণিচত্বর এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ-হরতালকারীরা। এতে আহত হয়েছেন অনন্ত তিনজন।



শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে একই সময় দু’টি স্থানে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মহানগরীর দরগাপাড়া এলাকার মাহফুজা (৩২), বুলনপুর এলাকার নাজমা বেগম (৩০) ও তার স্বামী রাজু কামাল (৩৫)। তারা সবাই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারী চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই সময় রেলের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও পুলিশ হামলাকারীদের ধাওয়া দিলেও ধরতে ব্যর্থ হন। উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনার পর স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, একই সময় মণিচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিন পথচারী আহত হন। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামান জানান, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তাদের বোমার স্প্রিন্টার লেগে শরীরের কয়েক জায়গা কেটে গেছে।

চিকিৎসা দিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।