ঢাকা: কতিপয় দুষ্কৃতিকারী হামলা করছে এবং এতে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপের ১০৩তম পর্বে প্যানেল সদস্যের বক্তব্যে তিনি একথা জানান।
খন্দকার মাহবুব বলেন, ঠিক যে মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তখনই হরতাল-অবরোধ উঠিয়ে নেওয়া হবে। অন্যথায় আমাদের এ কর্মসূচি চলতে থাকবে।
তিনি আরও বলেন, পেট্রোলবোমা হামলায় মারা যাওয়া খুবই দুঃখজনক। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪০ জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। যার অধিকাংশ বিএনপি নেতা।
রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আর কতদিন নিরাপত্তাহীনতার হুমকির মধ্যে জীবন কাটাতে হবে? এমন এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তাই আমাদের এ ধরনের সংকটের উৎস খুঁজতে হবে। জনগণ তাদের ভোটের অধিকার হারিয়েছে। আমরা জনগণের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছি। তবে কতিপয় ব্যক্তি সুযোগে এ ধরনের হামলা করছে।
তিনি আরও বলেন, আমি এ ধরনের হামলার জন্য সরকার বা বিএনপিকে দোষারোধ করছি না। কিন্তু জনগণ যেসব দাবি করছে তা মানুন, দেশে কোনো সংকট থাকবে না।
ওয়ালিউর রহমানের প্রযোজনায়ও আকবর হোসেনের উপস্থাপনায় সংলাপের প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা এইচটি ইমাম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫