ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এম এম মোশাররফ হোসেন মুশা ও সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান মিরদাহ পিকুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা অডিটরিয়াম চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম ও লিয়াকত শিকদার, ঢাকা মহানগর আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন আওয়ামী লীগের জন্ম হতো না, তেমনি আ’লীগের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।
সেই স্বাধীনতার স্বপক্ষের দল আ’লীগের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামী দিনের যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
দীর্ঘ ১৩ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো। গত ২০০২ সালের মার্চ মাসে উপজেলা আ’লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এম এম মোশাররফ হোসেন মুশা এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান মিরদাহ পিকুল নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫