ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।
ডিএমপি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন ও বিএনপির ১৩ নেতাকর্মী রয়েছেন।
সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও পালন করে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫