ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৯১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৯১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াতের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৯শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন।



মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই মামলার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লক্ষণপুর বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে বলে পুলিশ জানায়।
 
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।