বগুড়া: বগুড়ায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার হাসিব উদ্দিন (২৩) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত ২টায় তিনি মারা যান।
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রূপিহার এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেয় হরতাল-অবরোধকারীরা। এ ঘটনায় ৪ জন দগ্ধ হন। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বাংলানিউজকে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এএসপি) গাজীউর রহমান।
হাসপাতালে ভর্তি তালিকায় নিহতের বাড়ি সিরাগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাচগাছি গ্রামে বলে জানা যায়।
** বগুড়ায় দুই ট্রাকে পেট্রোল বোমা, আহত ৫
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৫