শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটকের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটক কর্মীরা হলেন-উপজেলা মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নবীর মণ্ডলের ছেলে রানা মণ্ডল (৩০) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু আলী (৩২)।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেদার উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫