ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবদল সভাপতিসহ ৭ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ময়মনসিংহে যুবদল সভাপতিসহ ৭ জনের নামে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদসহ ৭ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৫-৭ জনকে।



কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

রোববার সকাল ১১ টার দিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ মামলায় এজাহারনামীয় ২ জনসহ মোট ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাদ বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শনিবার রাত ১০ টার দিকে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি রোড এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ যাত্রী দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।