ঢাকা: হরতাল-অবরোধের নামে দেশজুড়ে ২০ দলীয় জোটের সহিংতার প্রতিবাদে রাজধানীজুড়ে ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানী ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সারিবদ্ধভাবে এ মানববন্ধনে অংশ নিয়েছেন ক্ষমতাসীন জোটের নেতাকর্মীরা।
গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিশাল এ মানবপ্রাচীরের ১৩টি স্পটে ১৪ দলের শীর্ষ নেতারা বিভক্ত হয়ে অংশ নিয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংলগ্ন মানববন্ধন স্পট থেকে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান জানাচ্ছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, ওয়ার্কাস পার্টির নেতা রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মজিবুল হক প্রমুখ।
অপর দিকে, রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত স্পট থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা জানাচ্ছেন, মানববন্ধনের এ অংশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, নূহ উল আলম লেনিন, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ড. আবদুস সোবহান গোলাপ, খ ম জাহাঙ্গীর হোসেন, আবু সাইদ মাহমুদ স্বপন, অসীম কুমার উকিল, ফজিলাতুন্নেসা বাপ্পি, মাহজাবীন খালেদ, তারানা হালিম, সাবেক তথ্য কমিশনার জমির উদ্দিন প্রমুখ।
বসুন্ধরা সিটি থেকে হোটেল সোনারগাঁওয়ের মোড় পর্যন্ত মানবন্ধন স্পট থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাঈদ শিপন জানাচ্ছেন, মানববন্ধনের এ অংশে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। উপস্থিত থাকছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদসহ ১৪ দলের শীর্ষ নেতারা।
জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে আমাদের স্টাফ ফটো করেসপন্ডেন্ট জাহিদ সায়মন জানাচ্ছেন, মানববন্ধনের এ অংশ উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শামসুল হক টুকু প্রমুখ।
মৎস ভবন থেকে কদমফুল ফোয়ারা পর্যন্ত স্পট থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমদ জানাচ্ছেন, ১৪ দলের শান্তির স্বপক্ষের মানববন্ধনের এ স্পটে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মাববন্ধনের বক্তৃতায় ১৪ দলের নেতারা বলেছেন, প্রচলিত আইনে জঙ্গি তৎপরতা না দমানো না গেলে, নতুন আইন করতে হবে। সে আইনে জঙ্গিবাদীর শাস্তি মৃত্যুদণ্ড রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫/আপডেট ১৫৩১ ঘণ্টা/আপডেট ১৫৫৪ ঘণ্টা
** ‘পেট্রোল বোমা আর সহ্য করা হবে না’