ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতার বিরুদ্ধে মানবপ্রাচীর

‘পেট্রোল বোমা আর সহ্য করা হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
‘পেট্রোল বোমা আর সহ্য করা হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পেট্রোল বোমা আর সহ্য করা হবে না। এর একটা সমাধান করুন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়াকে থামান। তাকে আর দেশের মানুষ মারতে দেওয়া যাবে না। অবরোধ করতেও দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ পিডাব্লিউডি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সমাবেশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সহিংতার প্রতিবাদে রাজধানীজুড়ে ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ করছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল ৩টা থেকে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সারিবদ্ধভাবে এ মানববন্ধনে অংশ নিয়েছেন ক্ষমতাসীন জোটের নেতাকর্মীরা। এর একটি স্পট মৎস্য ভবনের সামনে স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ পিডাব্লিউডি শ্রমিক কর্মচারী ইউনিয়নের অবস্থান সমাবেশ।

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিশাল এ মানবপ্রাচীরের ১৩টি স্পটে ১৪ দলের শীর্ষ নেতারা বিভক্ত হয়ে অংশ নিয়েছেন। এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।