ঢাকা: ‘পেট্রোল বোমা আর সহ্য করা হবে না। এর একটা সমাধান করুন প্রধানমন্ত্রী।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ পিডাব্লিউডি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সমাবেশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সহিংতার প্রতিবাদে রাজধানীজুড়ে ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ করছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল ৩টা থেকে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সারিবদ্ধভাবে এ মানববন্ধনে অংশ নিয়েছেন ক্ষমতাসীন জোটের নেতাকর্মীরা। এর একটি স্পট মৎস্য ভবনের সামনে স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ পিডাব্লিউডি শ্রমিক কর্মচারী ইউনিয়নের অবস্থান সমাবেশ।
গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিশাল এ মানবপ্রাচীরের ১৩টি স্পটে ১৪ দলের শীর্ষ নেতারা বিভক্ত হয়ে অংশ নিয়েছেন। এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫