গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ব থানা সেক্রেটারি বদরুল আমিনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধুপনী ডিগ্রি কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বদরুল আমিন ওই কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক।
তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার খামারধুপনী গ্রামের মৃত এফাজ উদ্দিনের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বদরুল আমিনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫