সাভার (ঢাকা): নাশকতার অভিযোগে আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছেন, ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে গাড়ি পোড়ানোসহ নানা রকম নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তিনি চলমান সহিংসতার সঙ্গে জড়িত রয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, সাফায়েতের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫