ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতার প্রতিবাদে সাভারে আ’লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সহিংসতার প্রতিবাদে সাভারে আ’লীগের মানববন্ধন

সাভার (ঢাকা): বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে চলমান সহিংসতার প্রতিবাদে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্র মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। সাভার-ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্যরা মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্ট ঘুরে মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি হরতাল-অবরোধের নামে সহিংস কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। এসময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।