ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
রাজশাহীতে ১৪ দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সহিংসতা, হরতাল ও অবরোধের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন করেছে ১৪ দল।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন,আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে খালেদা জিয়া যেভাবে মানুষ হত্যা করছেন তা জঙ্গি কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের ইন্ধনেই তিনি মানুষ নিধনে নেমেছেন। তবে এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে সাধারণ মানুষ আজ রাজপথে নেমে এসেছে। তারাই বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস মোকাবেলা করবে বলে ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আকতার জাহান এমপি, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিস প্রামানিক দেবু, জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী ও গণতন্ত্রী পার্টির সম্পাদক মাসুদ রানা।

মানববন্ধনে ১৪ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।