ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কর্মসূচি সফল হওয়ায় দেশবাসীকে ইসলামী আন্দোলনের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
কর্মসূচি সফল হওয়ায় দেশবাসীকে ইসলামী আন্দোলনের অভিনন্দন

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফলভাবে পালিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা বন্ধের দাবিতে তারা পূর্বঘোষিত এ মানববন্ধন কর্মসূচি পালন করে।


 
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
 
বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই নেত্রীসহ নিবন্ধিত সব দলগুলোকে সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বানও জানান তিনি।

এছাড়াও সরকার ঢাকা জেলায় মানববন্ধন করতে দেয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।