ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
খালেদার কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে খালেদার কার্যালয় সংলগ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের গেটের ভেতরে এ ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।



ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর রফিকুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি প্রাইভেটকার এসে গেটের সামনে থামে। এক যুবক কার থেকে নেমে ককটেলটির বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে গুলশান-২ এ ডোরিন টাওয়ারের সামনে রাত সাড়ে ৮টার দিকে দুই-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

** শহীদ মিনারে ককটেল বিস্ফোরণ, ৪ ছাত্র আহত
** শিশুপার্কের সামনে চলন্ত বাস লক্ষ্য করে ককটেল,এক যাত্রী আহত
** টিএসিসিতে তিনটি ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী আহত

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।