ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় ককটেল বিস্ফোরণে ইমরান হোসেন (৩০) নামে এক পান বিক্রেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের চাচা আবুল হোসেন বাংলানিউজকে জানান, ওই এলাকার হাসনাবাদ ক্লিনিকের সামনে ইমরান পান বিক্রি করে থাকেন। আকস্মিকভাবে একটি ককটেল এসে তার মুখে লেগে বিস্ফোরণ হয়ে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত ইমরান মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাকেরকান্দা গ্রোমে বাবুল শেখের ছেলে। তিনি দক্ষিণ হাসনাবাদ এলাকায় থাকেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রয়ারি ০৮, ২০১৫