ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় সোম ও মঙ্গলবার জামায়াতের হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সাতক্ষীরায় সোম ও মঙ্গলবার জামায়াতের হরতাল ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জামায়াতের আমির, সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় হরতালের ডাক দিয়েছে জামায়াত।

রোববার রাত ৮টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা ও প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ই-মেইলের মাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।



এর আগে সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী খলিলনগর এলাকা থেকে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির, সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, তার গ্রেফতারের ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়েছে।

এতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন সাংবাদিকদের জানান, গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের আমীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতরকৃত জেলা জামায়াতের আমিরের বিরুদ্ধে দুইটি রাষ্ট্রদোহ মামলা, ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলা, আওয়ামী লীগ সিরাজুল ইসলাম হত্যাসহ এক ডজন মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।  

এর পরপরই জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা ও প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ই-মেইলের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে সাংবাদিকদের হরতাল আহ্বানের তথ্য নিশ্চিত করে জেলাবাসীকে হরতাল পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।