সিলেট: ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল চলাকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ধোপাদীঘিরপাড় মিছিল বের করে জিন্দাবাজারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন রায়হান বলেন, গণতন্ত্র রক্ষা আন্দোলনের বিজয় না হওয়া পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায়নি। সুতরাং জনগণের আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে।
তিনি অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক লিটন কুমার দাশ নান্টুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমদ চৌধুরী, রায়হাদ বকস রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, তসির আলী, মোস্তাফিজুর রহমান সুজন, আমিনুল ইসলাম সাজু, আকবর হোসেন কয়সর, শামিম আহমদ লোকমান, দেওয়ান নিজাম খান, আলতাফ হোসেন টিটু, দেলোয়ার হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, লিটন আহমদ, ফাহিম রহমান মৌসুম, ইফতেখার আহমদ সোহেল, শাহজাহান চৌধুরী, মাসুম আহমদ, রেজওয়ন উদ্দিন সুমন, হোসেন মাহমুদ তালুকদার, নোমান মাহমুদ কাওসার, জুয়েল আহমদ, রুহেল আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫