নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি মো. বাবুল মিয়া ওরফে বাবুল মাঝিকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতের কোনো এক সময় চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাবুল মাঝি ওই ইউনিয়নের খলিশাটোলা গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, রোববার দিবাগত গভীর রাতে স্থানীয় উদয়সাধুর হাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল মাঝি। পথে খলিশাটোলা স্বর্ণকার বাড়ির সামনে তার গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সকালে স্থানীয়রা ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেদু মিয়া বাড়ির পাকা রাস্তার পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাবুল মেম্বারকে কে কারা হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫/আপডেট: ১৫৫৮ ঘণ্টা