ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ককটেল ছোড়ায় ঢাবির ২ ছাত্রকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ককটেল ছোড়ায় ঢাবির ২ ছাত্রকে গণপিটুনি ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রকে গণপিটুনি দিয়েছেন পথচারীরা।

গণপিটুনির শিকার দুই ছাত্র হলেন- ঢাবির পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র শফিউল শুভ (২৪) ও আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র হাসানু রহমান (২৫)।



সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাবি’র জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) লালবাগ ক্যাম্পের কনস্টেবল ইমরান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমি ও আমার গাড়ির চালক জগন্নাথ হলের সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই সময় পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় পথচারীদের সঙ্গে আমরাও ধাওয়া করে তাদের আটক করি।

এ সময় ওই দুই শিক্ষার্থী গণপিটুনির শিকার হন।
 
পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি  দেখছি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।