ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের সানকিপাড়া হেলথ অফিসার গলি এলাকার দু’টি মেস থেকে শিবিরের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। কতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- আকিকুর রহমান, সাকুর আহমেদ, আরিফুল ইসলাম, আলিফ উল্লাহ, দেলোয়ার হোসেন, নাঈম, সুবহান, জোবায়ের আহমেদ, হামিদুর রহমান, উমর ফারুক, মোস্তাফিজুর রহমান, অমিত হাসান, বাকি বিল্লাহ, সালাহউদ্দিন ও মুক্তার হোসেন।
কোতোয়ালি মডেল থানার এএসপি আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় রাহাদ নামে আরো এক জনকে আটক করা হয়েছে। তবে তিনি জামায়াত-শিবিরের কর্মী কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এএসপি জানান, আটককৃত এসব শিবির নেতা-কর্মী শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে শহরের কাঁচিঝুলি এলাকায় যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রোল বোমার ঘটনার সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসপি আব্দুর রশিদ।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫