সিরাজগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী এলাকায় মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, নাশকতার অভিযোগে রোববার রাত থেকে সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা আসাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে, অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যমুনা নদীর ভাঙন কবলিত সিরাজগঞ্জের খেটে খাওয়া দিন মজুরদের কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বিশেষ করে বাস ও ট্রাকের শ্রমিকদের বেঁচে থাকা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এসব শ্রমিকরা ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, হরতাল অবরোধের কারণে দিন আর চলে না। এভাবে চলতে থাকলে ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। খেটে খাওয়া এসব মানুষের কথা বিবেচনা করে চলমান এই পরিস্থিতির সমাধান হওয়া প্রয়োজন।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন দুলু বাংলানিউজকে বলেন, এভাবে চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে মরবে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে আছে। তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫