ঢাকা: রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘিরে অবস্থান গ্রহণ করেছে জাতীয় শ্রমিক লীগ সহ কয়েকটি শ্রমিক সংগঠন।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চলমান হরতাল-অবরোধ প্রত্যাহার ও নাশকতা বন্ধের দাবিতে খালেদার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো।
এ সময় খালেদার কার্যালয় সংলগ্ন পুলিশের দু’টি ব্যারিকেডের মধ্যে একটি ব্যারিকেড পার হয় ঘেরাওকারীরা। তবে পুলিশের বাধায় কার্যালয়ের সামনে অবস্থান করতে পারেনি তারা। বর্তমানে কার্যালয়ের অদূরে পুলিশি বেষ্টনীর ভেতর অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ঘেরাওকারী শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫