ঢাকা: রাজধানীর জনসন রোডে ককটেল বিস্ফোরণে এক ভ্যানচালক আহত হয়েছেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কোতয়ালি থানার ডিউটি অফিসার মুঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, আহত ভ্যানচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এদিকে সূত্রাপুর থানা সংলগ্ন আজাদ সিনেমা হলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫