ঢাকা: সোমবার খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করে জাতীয় শ্রমিক লীগ সহ সরকার সমর্থিত বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।
সোমবার দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘিরে অবস্থান গ্রহণ করে এ সব শ্রমিক সংগঠন।
এ সময় খালেদার কার্যালয় সংলগ্ন পুলিশের দু’টি ব্যারিকেডের মধ্যে একটি ব্যারিকেড পার হতে সমর্থ হন ঘেরাওকারীরা। তবে পুলিশের বাধায় কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারেনি তারা। পরে কার্যালয়ের অদূরে পুলিশি বেষ্টনীর ভেতর অবস্থান গ্রহণ করে শ্রমিকরা।
এ সময় কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, হরতাল অবরোধ প্রত্যাহার করুন। জনগণ না হলে অাপনার কার্যালয় ছাড়াও বাড়িও ঘেরাও করবে। বার্ন ইউনিটের মৃত্যুর যন্ত্রণা বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে মেয়ে কেউ থাকলে আপনি বুঝতেন জ্বালাও পোড়াও করলে কেমন লাগে। জনগণের কাতারে নেমে আসুন। জনগণই ঠিক করবে আপনি সরকারি দলে থাকবেন না বিরোধী দলে থাকবেন।
চলমান রাজনৈতিক সহিংসতায় যত শ্রমিক মারা গেছেন, তাদের হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জানান জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. শামসুল আলম বকুল।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক লীগ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্মচারী লীগ, টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫
** খালেদার কার্যালয় ঘিরে শ্রমিক অবস্থান