ঢাকা: হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যাসহ সহিংস রাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। এ সরকারকে সরানোর জন্য বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোট নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাসীদের দিয়ে তালেবানি কায়দায় পেট্রোল বোমা মেরে দেশের মানুষকে পুড়িয়ে মারছে। জনগণের সমর্থন না পেয়ে ক্ষিপ্ত হয়েই বিএনপি-জামায়াত অগণতান্ত্রিক এ আচরণ করছে।
অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার হুমকিও দেন সংগঠনটির নেতারা।
এছাড়া চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় হিন্দু ঐক্যজোট সরকারের পাশে থাকবে বলেও জানান তারা।
হিন্দু ঐক্যজোটের চেয়ারম্যান প্রশান্ত কুণ্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব পণ্ডিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাঙ্গুলী, দপ্তর সম্পাদক দীপক নন্দি বাদল, সুব্রত নাগ সুব্রা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫