ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট জনগণের জন্য ‘বিষফোঁড়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫