ঢাকা: রাজধানীর প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার সামনে একটি যাত্রীবাহী চলন্ত বাস লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করেছেন হরতাল সমর্থকরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ছোড়া এ ককটেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য একরাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাস থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫