ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এদিকে, সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে বড়দা গ্রামের আখের বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ মৃত্যুবরণ করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক মাধবী কর্মকার বাংলানিউজকে জানান, তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তিনি হৃদরোগে মারা গেছেন।
তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাশেম খান বাংলানিউজকে জানান, শৈলকুপার বড়দাহ গ্রামের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এ ঘটনার জের ধরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র, ঢাল, ভেলা, বল্লম, ফালা ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের কয়েক রাউন্ড গুলি ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। পুলিশ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ ১২ জনকে আটক করেছে। শৈলকুপা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫