ঈশ্বরদী: ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সোমবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, রোববার রাতভর শহরের রহিমপুর, শৈলপাড়া, ফতেমোহাম্মদপুর, লোকোসেড, সাঁড়া ইউনিয়নের মাজদিয়াসহ বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবিসহ যৌথ বাহিনীর একটি দল সাঁড়াসি অভিযান চালায়।
এ অভিযানে বিএনপি ও জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫