ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার ছবি : প্রতীকী

ঈশ্বরদী: ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতদের সোমবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, রোববার রাতভর শহরের রহিমপুর, শৈলপাড়া, ফতেমোহাম্মদপুর, লোকোসেড, সাঁড়া ইউনিয়নের মাজদিয়াসহ বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবিসহ যৌথ বাহিনীর একটি দল সাঁড়াসি অভিযান চালায়।

এ অভিযানে বিএনপি ও জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।