সাতক্ষীরা: জেলা আমিরকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় দু’দিনের হরতাল ডেকে মাঠে নেই জামায়াত-শিবির। সকাল থেকে এখনও পর্যন্ত জেলার কোথাও হরতালের পক্ষে মিছিল মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
অভ্যন্তরীণ সব রুটে বাস-মিনিবাস চলাচলের পাশাপাশি ছাড়ছে দূর পাল্লার পরিবহনও। স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
এদিকে, নাশকতার আশঙ্কায় জামায়াতের ১১ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতভর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
রোববার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে জেলায় ৯ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয় জামায়াত।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫