রাঙামাটি: সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর, যুবলীগের সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধন মনি চাকমা প্রমুখ।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্নস্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার ঘটনার জন্য বিএনপি-জামায়াত’কে দায়ী করে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫