সুনামগঞ্জ: সুনামগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ করেছেন আইনজীবীরা।
সোমবার(০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা জাতীয়তাবদী আইনজীবী পরিষদ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামন থেকে সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে হরতালের সমর্থন একটি মিছিল বের করে।
মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে যাওয়ার পথে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ বাধা দেয়। এসময় পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ বেস্টনিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া।
অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিনের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামন থেকে হরতালবিরোধী একটি মিছিল বের হয়ে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫