ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে গুটিকয়েক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ পান। আর যারা সুযোগ পান তাদের দায়িত্ব অনেক বেশি।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে আয়োজিত ছাত্র ইউনিয়নের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন অধ্যাপক আনু মুহম্মদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য রাখেন- নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।
মামুনুর রশীদ বলেন, তোমাদের শুধুমাত্র নিজের ক্যারিয়ার সচেতন হলেই চলবে না। দেশ ও জাতির প্রতি তোমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। তোমাদেরকে জানতে হবে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলী সম্পর্কে। দেশকে এগিয়ে নিতে হলে দায়িত্ব তুলে নিতে হবে তোমাদের কাধেই।
মাহফুজা খানম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সুতিকাগার ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সেই ডাকসু আজ বহুদিন ধরে অকার্যকর। শিক্ষার্থীদের স্বার্থে কথা বলার জন্য তাই ডাকসুর পুনঃপ্রতিষ্ঠা জরুরি। এ ক্ষেত্রে তোমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন কান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানস্থলে বিকেলে রয়েছে বাংলাদেশের প্রখ্যাত বিভিন্ন ব্যান্ডদলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫
রাজনীতি
‘দেশ-জাতির প্রতি দায়িত্ব পালন করতে হবে’
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।